ভিডিও

রমজানে পানিশূন্যতা এড়ানোর উপায়

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০৭:৫৮ বিকাল
আপডেট: মার্চ ১৬, ২০২৪, ১১:২৫ রাত
আমাদেরকে ফলো করুন

রমজানে দীর্ঘক্ষন ধরে পানি না খেয়ে থাকতে হয়। আাবার ইফতারি বা সেহরিতে পানি কম খেলে অনেকের মাঝেই পানিশূন্যতা দেখা দিতে পারে। আর পানি শূন্যতা দেখা দিলে ইউরিন ইনফেক্সনের মতো নানা জটিল রোগ হতে পারে। আবার পানিশূন্যতা থেকে হতে পারে অবসাদ ও বমি বমি ভাব।

তাই জেনে নিন রোজায় পানিশূন্যতা এড়াতে করণীয়

১.    রোজায় পানিশূন্যতা এড়াতে প্রতিদিন স্যুপ খেতে পারেন। শরীরে তরলের চাহিদা পূরণের ভালো উৎস হতে পারে খাবারটি।

২.    তরমুজ, টমেটো, শসা, আঙুরের মতো ফল ও সবজিতে অনেক পানি থাকে, যা তৃষ্ণা কমাতে সাহায্য করে।

৩.    ইফতারে উচ্চ মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। কারণ এ ধরনের খাবার শরীরে পানির চাহিদা বাড়ায়। এ ছাড়া সালাদ ও তরকারিতে লবণ কম দেয়া উচিত। বেশি পরিমাণে লবণ খেলে বাড়তে পারে তৃষ্ণা।

৪.    গবেষণায় দেখা যায়, প্রচুর চিনি থাকায় মিষ্টিজাতীয় খাবার খেলে তৃষ্ণা বাড়ে। এর পরিবর্তে ফল খেতে পারেন, যা দেহে তরলের চাহিদা মেটানোর পাশাপাশি তৃষ্ণাও মেটায়।

৫.    ক্যাফেইন শরীরের তরল শুষে নিয়ে তৃষ্ণা বাড়ায়। এ কারণে রমজানে ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলা উচিত। এ ধরনের পানীয়র মধ্যে এনার্জি ও কার্বনযুক্ত পানীয়, চা ও কফি রয়েছে। ধূমপান মুখকে শুষ্ক করে তৃষ্ণা বাড়ায়। এ কারণে ধূমপানও এড়িয়ে চলুন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS