ভিডিও

এবার জিম আফ্রো টি-টেন লিগে রিশাদ

প্রকাশিত: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ০৪:১২ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন রিশাদ হোসেন। কিছুদিন আগে বিগ ব্যাশে সুযোগ পাওয়া বাংলাদেশি লেগ স্পিনার এবার জিম আফ্রো টি-টেনে দল পেয়েছেন।

সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিয়েছে হারারে বোল্টস। আগামী রোববার নিলামের আগে আজ সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি লিগ কর্তৃপক্ষ। ৬ দলের টুর্নামেন্টে হারারেতে দাসুন শানাকা, জিমি নিশাম, কেনার লুইসদের মতো সংক্ষিপ্ত সংস্করণ মাতানো ক্রিকেটাররেদ সতীর্থ হিসেবে পাবেন উদীয়মান এই অলরাউন্ডার।

আগামী ২১ সেপ্টেম্বর টুর্নামেন্টটি শুরু হয়ে শেষ হবে ২৯ সেপ্টেম্বর। টুর্নামেন্ট চলাকালীন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেললেও দীর্ঘ সংস্করণের স্কোয়াডে থাকার কথা নয় রিশাদ হোসেনের। তবে চোটে না পড়লে ৬ অক্টোবর শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকবেন তিনি।

তত দিনে জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হবে। তাই বিসিবি ছাড়পত্র দিলে প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলবেন রিশাদ। এর আগে প্রথম টুর্নামেন্টে জোবার্গ বাফেলোজের হয়ে মুশফিকুর রহিম ও বুলাওয়ে ব্রেভসের হয়ে তাসকিন আহমেদ খেলেছেন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS