ভিডিও

ভিনির হ্যাটট্রিকে পিছিয়ে থেকেও জয় রিয়ালের

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০১:৩৭ দুপুর
আপডেট: অক্টোবর ২৩, ২০২৪, ০১:৩৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়ালকে দুই গোল দিয়ে বসে বরুসিয়া ডর্টমুন্ড। ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে ৫ গোল খেয়ে জয় তুলে নিয়েছে অনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের এক ঘন্টা পর্যন্ত ২ গোলে পিছিয়ে থাকা রিয়াল দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে জিতেছে ৫-২ গোলের বিশাল ব্যবধানে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র করেছেন হ্যাটট্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে ৩০ মিনিটে ডনিয়েল ম্যালেন এবং ৩৪ মিনিটে জেমি গিটেন্সের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডর্টমুন্ড। পিছিয়ে পড়ে রিয়াল একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৬০ মিনিটে এসে এক গোল শোধ করেন রুডিগার। এমবাপের ক্রসে হেড করে ব্যবধান কমান তিনি। এর মিনিট দুয়েক পরেই ভিনিসিয়াস ফেরান সমতা। শুরুতে রেফারি অফসাইড দেখিয়ে সেটা বাতিল করে দিলেও পরে ভিএআরে আসে গোলের সিদ্ধান্ত।

ম্যাচের তখন নির্ধারিত সময়ের ৭ মিনিট বাকি! কে জানতো, এরপর এতকিছু হবে? ৮৩ মিনিটে লুকাস ভাসকেজের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ‘ভিনি-ম্যাজিক’। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটা করেন ভিনিসিয়ুস, যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে পেয়ে যান হ্যাটট্রিকও। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ভিনির তৃতীয় হ্যাটট্রিক, চ্যাম্পিয়নস লিগে প্রথম। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS