ভিডিও

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

রুদ্ধশ্বাস ফাইনালে টস জিতে চ্যাম্পিয়ন ভারত, অতঃপর...

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৮, ২০২৪, ০৯:১০ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০৮, ২০২৪, ০৯:৪৭ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনালটা হলো ফাইনালের মতোই। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানেও নিষ্পত্তি হলো না। ১১-১১ সমতা হলো দুই দলের। শেষ পর্যন্ত টসে নির্ধারিত হলো সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ভাগ্য। টস জিতে চ্যাম্পিয়ন হলো ভারত মেয়েরা, স্বপ্ন ভাঙলো বাংলাদেশের।

৯০ মিনিটের খেলায় বাড়তি চার মিনিটের তখন ১ মিনিট বাকি। বাংলাদেশ পিছিয়ে ১-০ গোলে। ভারতের ডাগআউটে তখন উৎসবের প্রস্তুতি। শেষ বাঁশি বাজলেই যে বাংলাদেশের কাছ থেকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা চলে যাবে তাদের হাতে। ঠিক তখনই বাংলাদেশের সাগরিকা গোল করে ফাইনাল টেনে নিয়ে যান টাইব্রেকারে। কিন্তু হলো না। হাড্ডাহাড্ডি লড়াই করেও টসভাগ্যে হারতে হলো বাংলাদশেকে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS