ভিডিও

‘মেসির জন্য তার দরজা সব সময়ই খোলা’ 

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০২:৪৮ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০২:৪৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা প্যারিস ২০২৪ অলিম্পিকের বাছাইপর্ব উতরে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। ব্রাজিলের বিপক্ষে কাল রাতে ১-০ গোলে জিতে আর্জেন্টিনা অলিম্পিকের চূড়ান্ত পর্বের টিকিট পাওয়ার পর প্রশ্ন করা হয়েছিল মাচেরানোকে মেসিকে খেলানোর ব্যাপারে। এবার তিনি বললেন, মেসির মতো একজন খেলোয়াড়ের জন্য তার দরজা সব সময়ই খোলা।

এমনিতে অলিম্পিক ফুটবলে যেকোনো দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলে। কিন্তু কোচ চাইলে দলে তিনজন বেশি বয়সী খেলোয়াড় রাখতে পারেন। আর্জেন্টিনা দলে সেই তিনজন কারা হবেন এমন আলোচনায় মেসির সঙ্গে আছে আনহেল দি মারিয়ার নামও। যদিও দি মারিয়া আগেই ঘোষণা দিয়েছেন এ বছরের কোপা আমেরিকা খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন। এরপরও কী মাচেরানোর অলিম্পিক পরিকল্পনায় আছেন দি মারিয়া? আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ এই উইঙ্গারের ক্ষেত্রেও ইতিবাচকই।

ব্রাজিলকে হারানোর পর সংবাদ সম্মেলনে মাচেরানো মেসির বিষয়ে বলেছেন, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলেরা যা করেছে। ওরা আমাদের আরেকবার অলিম্পিক গেমসে নিয়ে গেছে। আমি এখানে বিশেষ কিছু কিরিনি। আমি শুধু অসাধারণ এক দল খেলোয়াড়দের সঙ্গ দিয়েছি।’

অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনা এখন পর্যন্ত দুটি সোনা জিতেছে, ২০০৪ ও ২০০৮ সালে। দুটি অলিম্পিকেই আর্জেন্টিনা দলে ছিলেন মাচেরানো। মেসি আর্জেন্টিনার হয়ে অলিম্পিক সোনা জিতেছেন বেইজিংয়ে ২০০৮ সালে। বেইজিং অলিম্পিকে সতীর্থ হিসেবে সোনা জেতা মেসি-মাচেরানো এবার কী কোচ-খেলোয়াড় হিসেবে জুটি বাঁধবেন প্যারিসে? মাচেরানো বলেছেন, ‘লিওর সঙ্গে আমার সম্পর্ক আর বন্ধুত্বের কথা সবাই জানে। তার মতো একজন খেলোয়াড়ের জন্য আমাদের সঙ্গে থাকার দরজা সব সময়ই খোলা।’

তবে মাচেরানো চাইলেই তো আর হবে না, মেসিরও চাইতে হবে। এর আগে খবর বেরিয়েছিল, মেসিও অলিম্পিকে খেলতে চাইছেন। কিন্তু অলিম্পিক ও কোপা আমেরিকা হবে পরপর। জুন-জুলাইয়ে কোপা আমেরিকা, আগস্ট-সেপ্টেম্বরে অলিম্পিক। পরপর দুটি টুর্নামেন্টে ৩৭ বছর বয়সী মেসি খেলতে পারবেন কি না বা চাইবেন কি না, সেটা বড় প্রশ্ন। মাচেরানোও বিষয়টি ছেড়ে দিচ্ছেন সাবেক সতীর্থের ওপর, ‘এটা তার ওপর নির্ভর করে।’ একই সঙ্গে মাচেরানো দি মারিয়ার অলিম্পিক খেলা নিয়েও কথা বলেছেন, ‘আমি লিও আর আনহেলের সঙ্গে কথা বলেছি। আমি যেটা (খবরে) পড়েছি যে কোপা আমেরিকার পর আর তারা খেলবে না। তারা কী চায়, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে। কিন্তু আমরা নিশ্চিত করেই তাদের দলে রাখতে চাইব।’

 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS