ভিডিও

স্বাধীনতা না পেলে ফিরে যাওয়ার রাস্তাও খোলা : লিপু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০১:০৯ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০২:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্বাধীনতাভাবে কাজ করতে চান। কোচ-অধিনায়কের সঙ্গে আলোচনা করতে আপত্তি নেই তার। তবে হস্তক্ষেপ মানবেন না তিনি। আর স্বাধীনভাবে কাজের সুযোগ না পেলে যে পথে এসেছেন ওই পথ দিয়ে দায়িত্ব ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক লিপু। তিনি বলেন, ‘কাজের স্বাধীনতা থাকবে, আমার সঙ্গে এমন আলাপই হয়েছে। পূর্বের দল নির্বাচন প্রক্রিয়া কেমন ছিল আমি জানতে চাই না। এটা যেহেতু দল নির্বাচনের বিষয়, অবশ্যই কোচ-অধিনায়ক এতে সম্পৃক্ত থাকবেন। দল নির্বাচনে আন্তর্জাতিক সিস্টেম যেমন আমরা বিষয়টি ওই রকম রাখার চেষ্টা করবো।’

লিপু জানিয়েছেন, স্বাধীনতা না থাকলে সেখানে কাজ করে আনন্দ নেই। কাজের স্বাধীনতা না পেলে বোর্ড নির্বাচকের পদ ছেড়ে ফিরে যাওয়ার রাস্তাও খোলা রেখেছেন তিনি। কোচ হাথুরুসিংহে আসলে তার সঙ্গে দু’জনের কাজের দর্শন নিয়ে আলোচনা করতে আগ্রহী বলেও উল্লেখ করেছেন লিপু। তিনি বলেন, ‘কোচের সঙ্গে এখনও দেখা হয়নি। দেখা হলে, আমরা আমাদের মতামত শেয়ার করবো। আমি তার কোচিং দর্শন জানবো, তিনিও জানবেন আমি কোন দর্শনে কাজ করতে পছন্দ করি। পুরো দলের তো লক্ষ্য একটাই, সেটা হলো ভালো পারফরম্যান্স করা।’ 

গাজী আশরাফ হোসেন লিপু দীর্ঘদিন বিসিবি’র সঙ্গে নেই। প্রধান নির্বাচক হিসেবে কাজের অভিজ্ঞতাও নেই তার। তবে বয়স ভিত্তিক পর্যায়ে নির্বাচক হিসেবে কাজের অভিজ্ঞতা আছে তার। প্রধান নির্বাচক হিসেবে ওই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি, ‘অনেকদিন পরে বিসিবির সঙ্গে যুক্ত হলাম, তাও নতুন ভূমিকায়। তবে দীর্ঘদিন বয়সভিত্তিক পর্যায়ে নির্বাচন ছিলাম। এবার নির্বাচক প্যানেলকে সফলভাবে এগিয়ে নেওয়া আমার দায়িত্ব।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS