ভিডিও

স্বস্তির জয় বার্সার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০১:৫৬ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০১:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : শেষ দিকের নাটকীয়তায় সেল্তা ভিগোর বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জাভির বার্সা। বার্সার হয়ে দুটি গোলই করেছেন লেভানডোভস্কি। 

বলা যায় এই ম্যাচেও চেনা বার্সাকে দেখা যায়নি। প্রথমার্ধের বিরতির আগে লেভানডোভস্কির বুদ্ধিদীপ্ত এক চেষ্টায় আসে প্রথম গোল। শুরুতে পোলিশ ফরোয়ার্ডকে পেয়ে যান উইঙ্গার লামিনে ইয়ামাল। তার পর জায়গা তৈরি করে বুলেট গতির শটে তিনি গোলকিপারকে পরাস্ত করেছেন। চাপে থাকা পয়েন্ট টেবিলের ১৭তম দলটিও নিজেদের রক্ষা করতে তার পর মরিয়া হয়ে ওঠে। ৪৭ মিনিটে সমতা ফেরায় রাফা বেনিতেজের সেল্তা। ইয়াগো আসপাসের শট দিক পাল্টে জড়িয়ে যায় জালে। 

সমতাতেই উত্তেজনায় জমে উঠে ম্যাচ। ম্যাচ জয়ের সর্বোচ্চ চেষ্টা করে সেল্তা। ফ্রান বেলত্রানের ভুলের আগে তিনটি সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি আসপাস। তার পর সেল্তা ডিফেন্ডার বেলত্রান ভুল করে বসেন ৯৩ মিনিটে। যোগ হওয়া সময়ে বল ক্লিয়ার করতে গিয়ে তিনি ইয়ামালের পায়ে আঘাত করে বসেন।

তাতে পেনাল্টি পায় বার্সা। এই স্পট কিক জন্ম দেয় নাটকীয়তার। লেভার প্রথম শটটি রুখে দিয়েছিলেন সেল্তা গোলকিপার। কিন্তু ভার রিভিউতে দেখা যায় শটের আগ মুহূর্তে গোললাইনের সামনে অবস্থান করছিলেন তিনি! দ্বিতীয় চেষ্টায় লেভানডোভস্কি বল জালে জড়িয়ে এনে দেন ২-১ গোলের অবিশ্বাস্য এক জয়। 

২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সা এখন তিনে অবস্থান করছে। ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে অবস্থান করছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS