ভিডিও

রাশফোর্ডে নজর পিএসজি’র

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৪:৩১ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১০:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ব্রিটিশ দৈনিক দ্য টাইমস জানিয়েছে, এমবাপ্পে চলে যাওয়ার পর তার শূন্যতা পূরণে ম্যানইউ থেকে মার্কাস রাশফোর্ডকে আনতে চায় ফরাসি ক্লাব পিএসপি। যদিও তাদের নজরে একাধিক ফরোয়ার্ড। যেখানে রাশফোর্ড ছাড়াও এসি মিলানের রাফায়েল লিও এবং নাপোলির গোলমেশিন ভিক্টর ওসিমহেন রয়েছেন। এই তিনজনের একজনকে রিক্রুট করতে পারে পিএসজি।

এদিকে এমবাপ্পের রিয়ালে যাওয়ার খবরে মাদ্রিদে চলছে নানা হিসাবনিকাশ। মূলত কিলিয়ান সেখানে যোগ দেওয়ার পর তাদের আক্রমণভাগে বড় একটা রদবদল হবে। আর সেই পরিবর্তন আনতে গিয়ে কোপটা পড়তে পারে ভিনিসিয়ুস জুনিয়রের ঘাড়ে।

যদি কিলিয়ান তার পথটা পেয়েই যান, তাহলে এমনও হতে পারে ভিনিকে অন্য কোনো ক্লাবে ধারে কিংবা নগদ ফি’র বিনিময়ে বেচে দেবে রিয়াল। যেমনটা হয়েছিল করিম বেনজেমার বেলায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS