ভিডিও

মেয়েদের ক্রিকেটে নতুন দায়িত্বে হাবিবুল বাশার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১০:৪২ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১০:৪২ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : নির্বাচক হিসেবে চুক্তি নতুন করে নবায়ন না করলেও বিসিবি আগেই জানিয়েছে, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে অন্য গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হবে। সে ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন হাবিবুল। বিসিবির মহিলা উইংয়ের হেড অব অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

মহিলা উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরীর পর দায়িত্বটা এখন হাবিবুল বাশারেরই সবচেয়ে বেশি। হেড অব অপারেশন হিসেবে দেশের ঘরোয়া এবং আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের পরিকল্পনা থেকে শুরু করে সবকিছুই দেখভাল করতে হবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। এ ছাড়া মেয়েদের ক্রিকেটের ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েও কাজ করবেন তিনি।

জাতীয় দলের পর বাংলাদেশে এখন শুধু অনূর্ধ্ব-১৯ পর্যায়েই আছে মেয়েদের ক্রিকেট দল। হাবিবুলের চিন্তা আছে মেয়েদের স্কুল ক্রিকেট নিয়েও, ‘ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী করতে চাই। চেষ্টা করব স্কুলের মেয়েদের ক্রিকেটে আনতে। তাহলে আমাদের খেলোয়াড় সরবরাহটাও বাড়বে বলে আশা করি।’

বিসিবি কার্যালয়ে আজ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে আলোচনার পর হাবিবুলের নতুন দায়িত্বে আসাটা চূড়ান্ত হয়। পরে তিনি মহিলা উইং প্রধান শফিউল আলম চৌধুরীর সঙ্গে বসে তার দায়িত্ব ও কাজের পরিধি সম্পর্কে জেনেছেন।

এর আগে ২০১৬ সালে জাতীয় নির্বাচক থাকার সময় মেয়েদের ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল হাবিবুলকে। তবে তিনি সে দায়িত্ব বুঝে নেওয়ার আগেই সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবি। তখন অবশ্য মেয়েদের ক্রিকেটে আলাদা নির্বাচক কমিটি ছিল না।

জাতীয় নির্বাচক কমিটিই মেয়েদের দল নির্বাচন করত। এখন আলাদা নির্বাচক কমিটি আছে। দুই সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ ও সজল চৌধুরী আছেন সে দায়িত্বে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS