ভিডিও

পয়েন্ট হারাল বার্সা

প্রকাশিত: মার্চ ০৪, ২০২৪, ১১:১৭ দুপুর
আপডেট: মার্চ ০৪, ২০২৪, ১১:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : অ্যাথলেতিক বিলবাওর সঙ্গে গোলশূন্য ড্র করে তারা পয়েন্ট হারিয়েছে জাভির বার্সা। লা লিগায় ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষেই অবস্থান করছে। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। বার্সেলোনা ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

পয়েন্ট হারানোর ম্যাচে বড় ধাক্কাও খেয়েছে বার্সা। মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং ও পেদ্রি প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কড়া চ্যালেঞ্জের পর ডান পায়ে চোট পেয়ে ডি ইয়ং মাঠ ছাড়েন ২৬ মিনিটে। বিরতির আগে পায়ের ইনজুরিতে কান্না ভেজা চোখে মাঠ ছাড়েন পেদ্রি। নিষ্প্রাণ প্রথমার্ধে বার্সার হয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন হোয়াও কানসেলো। বিলবাও গোলরক্ষক হাত দিয়ে চেষ্টা করলেও বল জালে ঢুকতে যাচ্ছিল। তখন গোললাইন থেকে সেটি ক্লিয়ার করেন বিলবাওর এক ডিফেন্ডার।

বিরতির পর স্বাগতিক বিলবাও আক্রমণে ধার বাড়িয়েছিল। কিন্তু বার্সা রক্ষণে গিয়ে বার বার হতাশ হতে হয় তাদের। ড্রয়ের আগে অ্যাথলেতিক বিলবাও টানা ১০ ম্যাচ জয়ের ধারাবাহিকতা নিয়ে খেলতে নেমেছিল। ড্র করায় ৫০ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পাঁচ নম্বরে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS