ভিডিও

অনূর্ধ্ব-১৬ নারী

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ০৫, ২০২৪, ০৮:৩৩ রাত
আপডেট: মার্চ ০৫, ২০২৪, ০৮:৪০ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলার কিশোরীরা। ভারতকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার (৫ মার্চ) ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আলপি আক্তার। তার গোলেই ম্যাচে লিড নেয় বাংলাদেশ। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। তবে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা ফেরায় ভারত। ম্যাচের ৫৫ মিনিটে আনুশকা কুমারি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ৭৯ মিনিটে গোল করে বাংলাদেশকে আবারও লিড এনে দেন আগের ম্যাচে জোড়া গোল করা সুরভী আকন্দ প্রীতি।

ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। এবার গোল করে দলের লিড বাড়িয়ে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS