ভিডিও

নিয়মরক্ষার ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ০৮, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট: মার্চ ০৮, ২০২৪, ১০:৫৭ রাত
আমাদেরকে ফলো করুন

ফাইনালটা আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। আজ শুক্রবার (৮ মার্চ) লড়াইটা ছিল শুধু নিয়মরক্ষার। তবে এই ম্যাচেও দাপট দেখিয়েছে লাল-সবুজের দল। ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালের আগে শক্ত বার্তা দিয়ে রাখল বাংলাদেশ দল।

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের নারীরা।

 আগামী রোববার (১০ মার্চ) ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ । গ্রুপ পর্বে তাদের ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি রয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যদের।

আগের দুই ম্যাচের মতো এদিনও শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। ১৩ মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ফাতিমা আক্তারের লম্বা ক্রস ধরতে প্রীতি অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান। ড্রপ খেয়ে লাফিয়ে ওঠা বল হেড করে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড।
 
৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাতিমা। বক্সের বেশ বাইরে থেকে এই মিডফিল্ডারের নেওয়া ফ্রি-কিক হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা গোলরক্ষককে বোকা বানিয়ে সরাসরি জালে জড়ায়। পরের মিনিটে কর্নার থেকে ব্যবধান বাড়ান ক্রাউচিং মারমা। ফাতিমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা মারমা হেডে খুঁজে নেন জাল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৪৪ মিনিটে ব্যবধান ৪-০ করেন সাথী মুন্ডা। বাঁ প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বাংলাদেশি উইঙ্গার।
 
৬৯ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন থুইনুই। মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ৭৭ মিনিটে শেষ গোলটি করেন প্রীতি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS