ভিডিও

টাইমড আউট উদযাপন নিয়ে যা বলল শ্রীলঙ্কা

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০১:০০ দুপুর
আপডেট: মার্চ ১০, ২০২৪, ০২:৫০ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে পুরো ক্রিকেট দুনিয়াকেই যেন কাঁপিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই ঘটনা নিয়ে তর্ক, বিতর্ক নানা কিছু হয়ে গেছে। ২০২৩ সাল শেষে চলে এসেছে নতুন বছর ২০২৪। তবুও এখনও সেই টাইমড আউটের ঘটনাটা যেন ভুলতে পারছে না শ্রীলঙ্কা। সিরিজ জিতে দেখা মিললো ‘টাইমড আউট’ উদযাপনের। 

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ট্রফি নিয়ে সিরিজজয়ী দলের ফটোসেশনে ক্রিকেটাররা সদলবলে টাইমড আউটের ভঙ্গি দেখিয়ে উদযাপন করেছেন। যা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার শ্রীলঙ্কার হয়েও সেই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন সিরিজসেরা হওয়া কুশল মেন্ডিস।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানে দলের টাইমড আউট উদযাপন নিয়ে প্রশ্ন করা হলে জবাবে কুশল মেন্ডিস বলেন, ‘কেউ একজন টাইমড আউটের উদযাপন করছিল, তাকে দেখে বাকিরাও অনুসরণ করেছে। জানি না কেন। কেউ চাইলে একটা কিছু উদযাপন করতেই পারে। আমরা ওরকম কিছু উদ্দেশ্য নিয়ে করিনি। সবাই খুশি মনে উদযাপন করছিল।’

পরে একই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নাওয়াজও। তার মতে– এটি শ্রীলঙ্কা কোনো ট্রেডমার্ক উদযাপন নয় এবং দু’দলেরই এমন মুহূর্ত থেকে বেরিয়ে আসা উচিৎ, ‘আমরা (টাইমড আউটের ঘটনা থেকে) মুভ অন করেছি। আমার মনে হয় হিট অব দ্যা মোমেন্টের কারণে এই উদযাপন করা হয়েছে, আর এটাকে ভুলভাবে নেওয়া হয়েছে। দুই দলেরই উচিৎ এটা ভুলে যাওয়া। এটা মোটেও শ্রীলঙ্কার ট্রেডমার্ক উদযাপন না।’

কেবল শ্রীলঙ্কাই নয়, বাংলাদেশের ক্রিকেটারদের কাছেও চাওয়ার কথা জানান নাভিদ, ‘দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। পরিবেশ দারুণ। প্রত্যেকে তাদের শতভাগ উজাড় করে দেয় খেলায়। কখনও কখনও আবেগের স্ফুরণও ঘটে। মাঠের বাইরে সবার মধ্যে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। বাউন্ডারি লাইনের মধ্যে সবাই যার যার দেশের হয়ে কঠোর লড়াই করে। তবে খেলার সঙ্গে শৃঙ্খলা রাখাটাও জরুরী। আমি শ্রীলঙ্কা দলের কাছেও এটা চাই, বাংলাদেশের কাছেও একই প্রত্যাশা।’

এর আগে সাম্প্রতিক সময়ে দু’দলের ট্রেডমার্ক উদযাপনে পরিণত হওয়া টাইমড আউট ভঙ্গি নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক শান্ত। শ্রীলঙ্কা একটু বেশিই মাতামাতি করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগ্রাসীভাবে হ্যান্ডেল করার কিছু নাই। ওরা ওই টাইমড আউট নিয়েই তো দেখাইছে? আমার মনে হয় ওরা এখনও (সেই আউটের চিন্তা থেকে) বের হইতে পারে নাই। এটা থেকে বের হয়ে বর্তমানে থাকা উচিৎ। আমরা খেলার নিয়মের বাইরে কিছু করি নাই। একটু বেশিই মাতামাতি করছে, তো করুক, এটা নিয়ে আমরা চিন্তিত না।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS