ভিডিও

ম্যাচ জয়ের কৃতিত্ব যাদের দিলেন মুশফিক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ১১:৪৩ দুপুর
আপডেট: মার্চ ১৪, ২০২৪, ১১:৪৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ২৩ রানের মধ্যেই হারায় ৩ উইকেট। ব্যর্থ হন দুই ওপেনার লিটন কুমার দাস এবং সৌম্য সরকার। সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়ও। 

তবে এমন কোণঠাসা অবস্থা থেকেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এগোতে থাকেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক শান্তের সঙ্গে ৬৯ রানের সেই জুটি গড়েন মাহমুদউল্লাহর সঙ্গে। এরপর ৩৭ রানে অভিজ্ঞ মাহমুদউল্লাহ বিদায় নেন। পরের উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে তার জুটি ১৬৫ রানের। তবে নিজের চেয়ে মাহমুদউল্লাহর সঙ্গে শান্তর জুটিকেই ম্যাচ জয়ের বড় কারণ হিসেবে দেখছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা মুশফিক বলেন, ‘একেই বলে অভিজ্ঞতা। শুধু এই ওভারই না। হাসারাঙ্গাকে ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা মারা। গুরুত্বপূর্ণ মুহূর্তে এসব যখন পক্ষে আছে, প্রতিপক্ষের সেরা বোলার যখন চাপে পড়ে যায় তখন তারাও ভিন্ন চিন্তা করে। উইকেটের জন্য যায় না, ভাবে এক এক করে ছেড়ে দেই।’

আলাদা করে মাহমুদউল্লাহর অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে আনলেন মুশফিক ‘তখনই পার্টনারশিপটা ভালো বিল্ডআপ হয়। অভিজ্ঞতা অনেক বড় জিনিস। রিয়াদ ভাই যে ইনটেন্টটা দেখিয়েছে। এই পুরো ম্যাচের প্রথম কৃতিত্ব রিয়াদ ভাই ও শান্তর পার্টনারশিপ এবং সবার আগে রিয়াদ ভাই। ঐ সময়ে রান করাটা আমার জন্য, শান্তর জন্য রান রেটের কোনো চাপই ছিল না।’ এদিকে শান্তর সঙ্গে মুশফিক গড়েন ১৬৫ রানের জুটি। সেই বিষয়ে মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের পার্টনারশিপ ভালো হয়েছে। তবে মূল ভূমিকা রেখেছে রিয়াদ ভাই ও শান্তর পার্টনারশিপ। তখন বল নতুন ছিল, শিশিরেরও তেমন ভূমিকা ছিল না। ২৫৬ রান তাড়া করতে নেমে ৩টি উইকেট পড়ে গেলে ওরা ভালো শুরু পেয়েছিল। তখন রিয়াদ ভাই ও শান্ত ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে। ঐ যে রান রেট ঠিক ছিল ঐ সময়টায়, তাতে আমার কাজটা সহজ হয়ে গেছে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS