ভিডিও

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে যে ৮ দল

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৩:১০ দুপুর
আপডেট: মার্চ ১৪, ২০২৪, ০৩:১০ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : শেষ হল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পর্ব। এরই মধ্যে আট দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। এক নজরে দেখে নেয়া যাক, কোন দেশ থেকে কয়টি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

এরই মধ্য দিয়ে ৮ দল নিশ্চিত হয়েছে, যারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে খেলবে। এই ৮ দলের মধ্যে সবচেয়ে বেশি দল রয়েছে স্পেন থেকে। অ্যাতলেটিকো মাদ্রিদের পাশাপাশি শেষ আটে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এদিকে জার্মানি ও ইংল্যান্ড থেকে দুইটি করে দল জায়গা করে নিয়েছে শেষ আটে। জার্মানি থেকে বায়ার্ন ও ডর্টমুন্ড, এবং ইংল্যান্ড থেকে আর্সেনাল ও বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর ফ্রান্স থেকে পিএসজি কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে। গত আসরের চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফর্ম করেছিল ইতালিয়ান ক্লাবগুলো। তবে এবার একটিও ইতালির ক্লাব কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারেনি। 

আগামী শুক্রবার (১৫ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। শেষ আটে সব দলই বেশ শক্তিশালী, ফলে কোয়ার্টার ফাইনালে প্রতিটি ম্যাচই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS