ভিডিও

ঢাকায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০২:০৯ দুপুর
আপডেট: মার্চ ১৭, ২০২৪, ০২:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে গতকাল রাতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বাংলাদেশ নারী দলের বিপক্ষে ২১ মার্চ থেকে ৫ এপ্রিল হবে সিরিজ দুটি। ওয়ানডে এবং টি-২০ সিরিজের ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২১ থেকে ২৭ মার্চ হবে ওয়ানডে সিরিজ। ওমেন্স চ্যাম্পিয়নশিপের সিরিজ এটি। 

২০২৫ সালে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে থাকতে হবে বাংলাদেশকে। কারণ স্বাগতিক ভারতসহ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপ। ১০ দলের চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নিচের চার দল আর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দু’দল খেলবে বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট। বাংলাদেশ পাঁচটি সিরিজ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম। বাংলাদেশ এই সিরিজটি জিততে পারলে সেরা পাঁচে উন্নীত হওয়ার সুযোগ থাকবে।

এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ওয়ানডে দলে নেই শামীমা সুলতানা, লতা মন্ডল ও শরিফা খাতুন। তারা তিনজনই বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন। তাদের জায়গায় নেওয়া হয়েছে নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজাকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২১ মার্চ থেকে। পরবর্তী দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০টায়। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে ৩১ মার্চ থেকে। পরবর্তী দুই টি-টোয়েন্টি হবে ২ ও ৪ এপ্রিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিসা। স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, লতা মন্ডল।

অস্ট্রেলিয়া দল : অ্যালিসা হিলি (অধিনায়ক), গ্রেস হ্যারিস, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS