ভিডিও

পর্তুগাল দলে যে কারণে নেই রোনালদো

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৩:২৪ দুপুর
আপডেট: মার্চ ২০, ২০২৪, ০৩:২৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : সুইডেনের বিপক্ষে বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। সেই ম্যাচে পর্তুগাল দল থেকে ছিটকে গেছেন দলের শীর্ষ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে ৩২ জনের প্রাথমিক দলে ছিলেন তিনি। পরে তাকেসহ ৮ জনকে দল থেকে বাদ দেওয়া হয়। ফলে সুইডেন ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড এখন ২৪ জনের।

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ রোনালদো ছাড়া আরও যাদের স্কোয়াডের বাইরে রেখেছেন, তারা হলেন দিয়োগো দালোত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনিয়া এবং জোয়াও ফেলিক্স। ইএসপিএন জানিয়েছে, বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যেই মূলত প্রীতি ম্যাচের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে রোনালদো, কানসেলো, ফেলিক্সদের। সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলা না হলেও পরের ম্যাচের আগেই দলে যোগ দেবেন বাদ পড়া খেলোয়াড়েরা। ২৬ মার্চ আরেকটি প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। সেই ম্যাচে নিশ্চিতভাবেই বাড়তি নজর থাকবে জাতীয় দলের হয়ে রেকর্ড ১২৮ গোল করা রোনালদোর দিকে।

সুইডেনের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পাওয়া রোনালদো এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। গতকাল সমুদ্রসৈকতে সন্তানদের হাত ধরে হাঁটার ছবি পোস্ট করেছেন। আজ প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ছবি দিয়েছেন। ছুটি শেষে রোনালদো আরও গোলক্ষুধা নিয়ে ফেরেন কি না, সেটাই দেখার অপেক্ষা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS