ভিডিও

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপদে বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট: মার্চ ২৪, ২০২৪, ১১:৪৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা। এই ম্যাচেও টস জিতে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম ম্যাচেও টস জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতি। কিন্তু সাহস দেখিয়ে তিনি অস্ট্রেলিয়াকেই ব্যাট করার আমন্ত্রণ জানান। তার সাহস এবং আস্থা রাখার প্রতিদান দেন বোলাররা। কিন্তু তবুও অস্ট্রেলিয়া ২১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। এরপর ব্যাটাররা ছিলেন যারপরনাই ব্যর্থ। ৯৫ রানে অলআউট হয়ে যাওয়ার ফলে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।

আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেও দারুণ বিপদে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে ২৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছে নিগার সুলতানারা। ফারজানা হক (৭), সোবহানা মোস্তারি (৩), মুর্শিদা খাতুন (৫) এবং নিগার সুলতানা জ্যোতি (১) আউট হয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS