ভিডিও

আজ রাতে এল ক্লাসিকোতে মুখোমুখি রিয়াল-বার্সা

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১২:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিশ্চিত করে ফুরফুরে মেজাজে রিয়াল মাদ্রিদ। আর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে বেদনার শিবির বার্সেলোনা। এরই মধ্যে আজ রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায় এল ক্লাসিকোতে মাঠে নামবে এই দুই দল। 

এ মৌসুম পর বার্সেলোর দায়িত্ব ছাড়ছেন জাভি হার্নান্দেজ। তাই স্প্যানিশ ট্যাকটিশিয়ানের জন্য এটিই হতে যাচ্ছে শেষ এল ক্লাসিকো। লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে জয়ের বিকল্প দেখছেন না জাভি। মৌসুমে একমাত্র শিরোপার জয়ের আশা বাঁচিয়ে রাখতে চায় বার্সেলোনা। যদিও কাজটা কঠিন। ৭৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল। আর ৮ পয়েন্ট কম নিয়ে পরের অবস্থানে বার্সেলোনা।

বার্সা কোচ জাভি বলেন, শিরোপা জয়ের রেসে টিকে থাকার শেষ সুযোগ আমাদের। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। সবকিছু ভুলে নতুন করে শুরু করতে হবে। তবে মানসিকভাবে আমাদের চেয়ে এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ।

এল ক্লাসিকোর আগে শুধু চ্যাম্পিয়নস লিগের সুখস্মৃতি নয়। শেষ দু’দেখায় জয় আর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা বলে বাড়তি আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ দেখছেন না কার্লো আনচেলত্তি। এই ম্যাচ জিতে শিরোপা পুনরুদ্ধারের আরও কাছে যেতে চান ইতালিয়ান ট্যাকটিশিয়ান।

মাদ্রিদ কোচ বলেন, বার্সেলোনা কঠিন প্রতিপক্ষ। তারা এখনো শিরোপা রেসে টিকে আছে। তবে আমরা চাই এ ম্যাচ জিতে শিরোপা জয়ের আরও কাছে যেতে। আমি নিশ্চিত, অন্য সব ক্লাসিকোর 
দু’দলেই নেই নতুন কোন ইনজুরি। আগের ২৫৬ দেখায় ১০৪ জয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা জিতেছে ১০০টি। দুই ট্যাকটিশিয়ানের লড়াইয়েও এগিয়ে আনচেলত্তি। তাই এ ম্যাচ জিতে হিসাবটা সমান করে নিতে চাইবেন জাভি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS