ভিডিও

শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ১২:৫৪ দুপুর
আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ১২:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : লা-লিগায় রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। 

গত সপ্তাহে বার্সাকে হারানোর পর মাদ্রিদের অভিজাতদের শিরোপা জয় এখন শুধু আনুষ্ঠানিকতার পর্যায়ে। গুলারের গোল সেখানে তাদের আরও কাছে পৌঁছে দিয়েছে। প্রথম মৌসুমটা ইনজুরিতে কেটেছে ১৯ বছর বয়সী এই প্লে মেকারের। কিন্তু লিগে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলতে নেমেই এনে দিয়েছেন জয়। শিরোপা প্রায় নিশ্চিত হওয়ায় কোচ কার্লো আনচেলত্তিও বেশ নির্ভার। এই সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ থাকায় রিয়াল অ্যারেনায় প্রথম পছন্দের দলের প্রায় পুরোটাকেই বিশ্রাম দেন তিনি। তাই এদিন খেলতে নামে দ্বিতীয় সারির রিয়াল মাদ্রিদ। টপ স্কোরার জুড বেলিংহ্যাম ছিলেন বেঞ্চে। পেটের অসুস্থতা থেকে সেরে ওঠায় স্কোয়াডে ঢুকেছেন প্রায় শেষ দিকে। তার সঙ্গে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, টনি ক্রুসরাও। তাতে গুলারের গোলটি ছাড়া আক্রমণে সেভাবে ধার ছিল না তাদের। বিপরীতে আধিপত্য ধরে খেলেছে ষষ্ঠ স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ। বেশ কিছু সুযোগও তৈরি করে তারা। সফল হয়নি রিয়াল কিপার কেপা আরিজাবালাগার দারুণ সব সেভের কারণে। 

প্রথমার্ধে পাওয়া একমাত্র সুযোগটিকেই সর্বোচ্চ কাজে লাগায় সফরকারী রিয়াল মাদ্রিদ। ২৯ মিনিটে দানি কালভাহালের ক্রস থেকে জাল কাঁপান ১৯ বছর বয়সী তুর্কি মিডফিল্ডার গুলার। তিন মিনিট সমতাসূচক গোলটি পেয়েও গিয়েছিল সোসিয়েদাদ। তাকেফুসা কুবো জালে বল পাঠালেও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির মাধ্যমে ফাউল নির্ণয় করে বাতিল করা হয় সেটি। রিভিউতে দেখা যায় বিল্ড আপে ফাউল করেছিলেন কুবো। বিরতির পর স্বাগতিকরা সমতাসূচক গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে। দুর্ভাগ্যজনকভাবে এই অর্ধেও একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। আরেকটি শট সেভ করে দলের তিন পয়েন্ট নিশ্চিতে ভূমিকা রাখেন আরিজাবালাগা।     

লিগের এখনও ৫ ম্যাচ বাকি। তার আগেই ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সার চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান এখন ১৪।   



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS