ভিডিও

জাদেজা নৈপুণ্যে পাঞ্জাবকে হারিয়ে তিনে চেন্নাই

প্রকাশিত: মে ০৫, ২০২৪, ১০:০৮ রাত
আপডেট: মে ০৫, ২০২৪, ১০:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংসের পর দুর্দান্ত বোলিংয়ে চেন্নাই সুপার কিংসকে পয়েন্ট টেবিলের তিনে তুললেন রবীন্দ্র জাদেজা। ধর্মশালায় রোববার (৫ মে) আইপিএলের ৫৩তম ম্যাচে চেন্নাইয়ের দেওয়া ১৬৭ রান তাড়া করতে নেমে ১৩৯ রানে থেমেছে পাঞ্জাবের ইনিংস। ব্যাট হাতে ২৬ বলে ৪৩ রানের ইনিংসের পর বল হাতে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন জাদেজা।

টস হেরে ব্যাট করতে নেমে এদিন খুব একটা সুবিধা করতে পারেনি চেন্নাইয়ের ব্যাটাররা। উল্লেখ করার মতো রান করেছেন কেবল তিন জন। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ২১ বলে ৩২, ড্যারিল মিচেল ১৯ বলে ৩০ রান ও জাদেজার ২৬ বলে ৪৩ রান। এর বাইরে শার্দুল ঠাকুর ১১ বলে ১৭ রান করেছেন। তবে দলকে লড়াকু পুঁজি এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রেখেছেন জাদেজাই।

দলীয় ১০১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরে শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি। দলীয় সংগ্রহ নিয়ে যান ১৬৭ রানে। পাঞ্জাবের পক্ষে দারুণ বোলিংয়ে ৩টি করে উইকেট তুলে নেন রাহুল চাহার ও হার্শাল প্যাটেল।

ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংসের পর বল হাতেও দারুণ ভূমিকা রাখেন জাদেজা। তারকা পেসারদের হারিয়ে এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল চেন্নাইয়ের বোলিং ইউনিট। মুস্তাফিজুর রহমান ফিরে এসেছেন বাংলাদেশে। ইনজুরির কারণে শ্রীলঙ্কায় ফিরে গেছেন মাথিশা পাথিরানা।

দুই প্রধান অস্ত্রের সঙ্গে ইনজুরির কারণে নেই দীপক চাহারও। তবে তাদের অভাবে দলকে ভুগতে দেননি জাদেজা। যদিও দলকে বল হাতে দারুণ শুরুটা এনে দেন তুষার দেশপান্ডে। দুই ভয়ঙ্কর ব্যাটার জনি বেয়ারস্টো (৬) ও রাইলি রুশোকে (০) ক্রিজ আঁকড়ে ধরার আগেই সাজঘরে ফেরান তিনি। বাকি কাজটা সারেন জাদেজা। প্রভসিমরান সিং, স্যাম কারান ও আশুতোষ শর্মাকে ফিরিয়ে তিনি ভেঙে দেন পাঞ্জাবের কোমর।

তাতে রান বন্যার আসরে ১৬৭ রান নিয়েও পাঞ্জাবকে ২৮ রানে হারায় চেন্নাই। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন প্রভসিমরান। এদিকে এ জয়ে সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হটিয়ে টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১২। যদিও ১০ ম্যাচে সমান পয়েন্ট হায়দরাবাদ ও লক্ষ্ণৌর। তবে নেট রান রেটে পিছিয়ে তারা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS