ভিডিও

আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ কেন্দ্রীক : তাসকিন

প্রকাশিত: মে ০৯, ২০২৪, ০৪:৫৭ দুপুর
আপডেট: মে ০৯, ২০২৪, ০৪:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে খেলার জন্য নিলামের শুরুতে নাম দিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তবে বিসিবি’র আপত্তির মুখে নাম সরিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত নাম প্রত্যাহার না করতে টাইগার এই পেসারের দল পাওয়ার সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি।

তাসকিন নিজেই জানিয়েছেন, কলকাতা ও পাঞ্জাব তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছিলো। তবে বিসিবি’র আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি। এবারের আইপিএল খেলতে না পারায় আফসোস নেই তাসকিনের। আগামীতে আরও সুযোগ আসবে, এমনটাই প্রত্যাশা এই পেসারের। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে বৃহস্পতিবার (৯ মে) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘যে জিনিসটা চলে গেছে এটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে খেলব, সামনে অবসর সময় পাব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে। হয়তো আমার বডি টাইপ বা বোলিং টাইপ ডিফারেন্ট এজন্য আমি এবার যেতে পারিনি। হয়তো ভবিষ্যতে খেলব ইনশাআল্লাহ, আফসোস নাই কোনো। দোয়া করবেন।’

তাসকিনদের মূল লক্ষ্য বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ কেন্দ্রীক। দেখেন আমরা যারা ক্রিকেটাররা আছি, আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতে নামি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা। অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে নাই; কন্ডিশন, অপজিশন, কার সাথে খেলতেছি, কখন খেলতেছি। আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতে নামি সেরাটা দেই। ইভেন ডিপিএলেও যখন খেলতে নামি ভালো খেলারই চেষ্টা করি।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS