ভিডিও

খালাস পেলেন নেপালের দণ্ডিত লেগস্পিনার লামিচানে

প্রকাশিত: মে ১৫, ২০২৪, ১১:১৩ রাত
আপডেট: মে ১৫, ২০২৪, ১১:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালে ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন নেপালের পোস্টার বয় সন্দীপ লামিচানে। গত জানুয়ারিতে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। যদিও সবসময় নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন তিনি। তার আপিলের প্রেক্ষিতে বুধবার খালাসও পেলেন লামিচানে।

পাতান হাইকোর্টের মুখপাত্র বিমল পারাজুলি এএফপিকে বলেছেন, ‘সন্দীপ লামিচানে খালাস পেয়েছেন।’
প্রাথমিক রায়ের পর নেপালের ক্রিকেট বোর্ড বহিষ্কার করে লামিচানেকে। গত জানুয়ারিতে তাকে জেলে পাঠানোর রায় হলেও তার আপিলের প্রেক্ষিতে নেপালের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জামিনে ছিলেন তিনি। অবশেষে তার পক্ষে এলো রায়।

এই মাসেই ফেসবুকে লামিচানে পোস্ট করেন, ‘আমি নির্দোষ এবং তাদের প্রতি ঋণী যারা আমাকে বিশ্বাস করে এবং আমার নির্দোষতার প্রতি যাদের সহানুভূতি আছে।’ এদিন চূড়ান্ত রায় শুনতে আদালতে ছিলেন লামিচানে। রায়ের পর তার অসংখ্য ভক্ত-সমর্থকরা আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS