ভিডিও

বিশ্বকাপ ফাইনাল

টস জিতে ব্যাটিংয়ে ভারত

প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৮:১৪ রাত
আপডেট: জুন ২৯, ২০২৪, ১১:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

প্রথমবারের মতো ২০ দল নিয়ে আয়োজিত হয়েছে বিশ্বকাপ। ১৮ দলকে টপকে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজে শিরোপা জয়ের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

 

বিশ্বকাপে এখন পর্যন্ত বার্বাডোজে একটি ম্যাচ খেলেনি দক্ষিণ আফ্রিকা। অপরদিকে সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছিল ভারত। যেখানে তারা আগে ব্যাটিং করে বড় জয় পেয়েছে। 

আজ শিরোপা জয়ের লড়াইয়ে বিশ্বকাপে টানা সাত জয় পেয়ে ফাইনালে উঠা দক্ষিণ আফ্রিকা অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নেমেছে। ভারতও একই পথে হেঁটেছে সেমিফাইনাল ম্যাচের একাদশ নিয়েই মাঠ নামছে রোহিত শর্মার দল। 

ভারত একাদশ:  রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদিপ সিং, কুলদীপ যাদব, যশপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স,এইডেন মার্করাম (অধিনায়ক) হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবস, মার্কো ইয়ানসেন,কেশব মহারাজ, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS