ভিডিও

সতেরেই সোনা জিতলেন কানাডিয়ান সাঁতারু

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ০৩:৩৩ দুপুর
আপডেট: জুলাই ৩০, ২০২৪, ০৩:৩৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : মাত্র সতেরো বছর বয়েসেই সোনা জিতেছেন কানাডিয়ান কিশোরী এক সাঁতারু। মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোমবার (২৯ জুলাই) সোনা জিতেছেন কানাডিয়ান সামার ম্যাকিনটোশ। এটি জিততে তিনি সময় নিয়েছেন ৪ মিনিট ২৭.৭১ সেকেন্ড। এই ইভেন্টে এটি চতুর্থ দ্রুততম টাইমিং।

ম্যাকিনটোশ ২০০ মিটার মেডলি ও ২০০ মিটার বাটারফ্লাইতেও ফেবারিট, যা গতকাল স্বর্ণ জিতে জানান দিলেন। তবে যে সময়ে তিনি এই রেস শেষ করে স্বর্ণ পদক জিতেছেন, তা নিজের ব্যক্তিগত সময় (২০২৪ সালে ৪ মিনিট ২৪.৩৮ সেকেন্ড) থেকে বেশি। সাঁতারের এই ইভেন্টে ৪ মিনিট ৩৩.৪০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি গ্রিমস। আর ৪ মিনিট ৩৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ যুক্তরাস্ট্রেরই ওয়েয়ান্তের।

৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে স্বর্ণ জেতার পর ম্যাকিনটোশ বলেছেন, ‘যতটা পারি উপভোগ করতে চাই। কারণ, এই মুহূর্তগুলো প্রতি চার বছরে একবারই আসে। তাই কানাডা দলকে গর্বিত করার চেষ্টা করছি।’ এর আগে মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন ম্যাকিনটোশ।

২০২০ টোকিও অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে চতুর্থ হয়েছিলেন ম্যাকিনটোশ। তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। এখন তিনি অভিজ্ঞ সাঁতারু। ম্যাকিনটোশ জানিয়েছেন, টোকিও অলিম্পিকের অভিজ্ঞতা তাকে এবার স্বর্ণ পদক জেতাতে সাহায্য করেছে।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS