ভিডিও

১১৭ রানের লিড নিতে পারলো বাংলাদেশ

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৬:০৪ বিকাল
আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ০৭:২৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৮ রান তুলে ইলিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৫৬৫ রানে থামে টাইগাররা। এতে চতুর্থ দিনে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ।

পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। টাইগারদের ব্যাটিংয়ে ভীত দেন অভিজ্ঞ মুশফিক ও ওপেনার সাদমান ইসলাম। তবে আক্ষেপে পুড়েছেন এই দুই ব্যাটার। ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন সাদমান। আর ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন মিস্টার ডিপেন্ডেবল। এছাড়াও ফিফটি করেছেন তিন ব্যাটার। মুমিনুল ৭৬ বলে ৫০, লিটন দাস ৭৮ বলে ৫৬ ও মেহেদি হাসান মিরাজ করেছেন ১৭৯ বলে ৭৭ রান। মোটা ১৬৭ ওভার ৩ বলে ৫৬৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ নিয়েছেন ৩টি উইকেট।   



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS