ভিডিও

রাওয়ালপিন্ডি টেস্টে জয় দেখছে বাংলাদেশ!

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০১:৩২ দুপুর
আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ০৪:২৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে অপেক্ষা করছে রোমাঞ্চ। নিশ্চিত ড্রয়ের পথে যাওয়া টেস্টে প্রাণ ফিরিয়ে এনেছে টাইগার বোলাররা। পঞ্চম দিনের প্রথম সেশনে ৫ পাক ব্যাটারকে ফিরিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। বাংলাদেশের চেয়ে এখনো ৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।  

চতুর্থ দিনে আব্দুল্লাহ শফিক ১২ ও শান মাসুদ ৯ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিনে খেলতে নেমে শুরুতেই মাসুদের উইকেট হারায় পাকিস্তান। তাকে ফিরিয়ে পঞ্চম দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। দলীয় ২৮ রানে ৩৭ বলে ১৪ রান করে আউট হন মাসুদ। এরপর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে হাল ধরার চেষ্টা করেন শফিক। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। বাবর ৫০ বলে ২২ ও সৌদ শাকিল রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। বাবরকে আউট করেন নাহিদ রানা। আর শাকিলকে বোকা বানান সাকিব আল হাসান।

এরপর মোহাম্মদ রিজওয়ান ও শফিক মিলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। ৩৭ রানের জুটি গড়েন তারা। তবে সাকিব ও মেহেদি হাসান মিরাজের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। শফিক ৮৬ বলে ৩৭ ও আঘা সালমান খালি হাতে সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। রিজওয়ান ৪৬ বলে ২২ রানে অপরাজিত আছেন।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS