ভিডিও

পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের পথে বাংলাদেশ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৩:৪৭ দুপুর
আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ০৪:০০ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস রিপোর্টার : পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। নিশ্চিত ড্রয়ের পথে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে প্রাণ ফিরিয়ে এনেছে টাইগার বোলাররা। বাংলাদেশি বোলারদের দাপটে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অল আউট হয়ে যায় পাক ব্যাটাররা। এতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। 

চতুর্থ দিনে এক উইকেট হারিয়েছিল পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ১২ ও শান মাসুদ ৯ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলতে নেমে শুরুতেই মাসুদের উইকেট হারায় পাকিস্তান। তাকে ফিরিয়ে পঞ্চম দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। দলীয় ২৮ রানে ৩৭ বলে ১৪ রান করে আউট হন মাসুদ। এরপর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে হাল ধরার চেষ্টা করেন শফিক। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। বাবর ৫০ বলে ২২ ও সৌদ শাকিল রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। বাবরকে আউট করেন নাহিদ রানা। আর শাকিলকে বোকা বানান সাকিব আল হাসান।

এরপর মোহাম্মদ রিজওয়ান ও শফিক মিলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। ৩৭ রানের জুটি গড়েন তারা। তবে সাকিব ও মেহেদি হাসান মিরাজের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। শফিক ৮৬ বলে ৩৭ ও আঘা সালমান খালি হাতে সাজঘরে ফিরে যান। এরপর মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। তবে বিরতি থেকে ফিরেই পাক শিবিরে ফের আঘাত হানেন সাকিব-মিরাজ। শুরুতেই শাহিন আফ্রিদিকে আউট করেন মিরাজ। এরপর ক্রিজে আসা নাসিম শাহকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন সাকিব। একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন রিজওয়ান। ৭০ বলে ফিফটি পূরণ করেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS