ভিডিও

এবার ভিলাকে জিততে দেয়নি আর্সেনাল 

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ভিলা’র ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল। এতে চলতি মৌসুমে শিরোপা জয়ের লড়াইয়ে বেশ ভালোই এগিয়ে আছে গানাররা। গতকাল শনিবার ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে টানা তৃতীয় জয়ের সুযোগ তৈরি করতে পেরেছিল ভিলা। যদিও শেষ পর্যন্ত সফলতা আনতে পারেনি তারা। ম্যাচের শুরুর দিকেই দুটি বড় সুযোগ মিস করেন ভিলার স্ট্রাইকার অলি ওয়াটকিনস। তার দ্বিতীয় চেষ্টা ব্যর্থ হয় আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়ার দুর্দান্ত সেভে।

প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হওয়ার প্রতিশোধের আগুন তীব্র হতে থাকে আর্সেনালের। ৬৭ মিনিটে সেই আগুনে প্রথমবার পানি ঢালেন বদলি খেলোয়াড় লিয়ান্দ্রো ট্রোসার্ড। ডান পায়ের দুর্দান্ত শটে গোলবারের ডানপাশের মাটি ঘেষে জালে বল পাঠান তিনি। এতে ১-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল। ব্যবধান কমা থাকায় তখনও স্বস্তি পায়নি আর্সেনাল। ১০ মিনিট পর দ্বিতীয় গোল করেন থমাস পার্টলি। ব্যবধান দ্বিগুণ করার পর প্রতিশোধের আগুন নেভতে থাকে আর্সেনালের। সঙ্গে স্বস্তি অনুভব করতে থাকেন কোচ আরতেতা। সেই পর্যন্ত ২-০ ব্যবধানটিই ধরে রাখে আর্সেনাল। একের এক সুযোগ মিস দেখে হতাশ হয়ে খেলার শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে থাকেন ভিলার সমর্থকরা। অন্যদিকে প্রতিশোধের জ্বালা মিটিয়ে উদযাপনে মেতে উঠেন অতিথি দল আর্সেনালের সমর্থকরা।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ আরতেতা বলেন, ‘আমি খুব খুশি। প্রথমত সত্যিই এটি (ভিলা পার্ক) একটি কঠিন জায়গা, দুর্দান্ত পরিবেশ। সত্যিই তারা ভালো দল, দারুণভাবে সাজানো গোছানো। দলের অনেক বড় তারকার আছে, সঙ্গে তাদের কোচও বেশ ভালো। তবে আমরা জয়ের একটি উপায় খুঁজে পেয়েছি। কারণ আমাদের দলও অনেক ভালো খেলোয়াড় নিয়ে খেলেছে এবং খেলা ভালোভাবে বুঝতে পেরেছে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS