ভিডিও

সাকিবের বিরুদ্ধে এমন মামলা অপ্রত্যাশিত : শান্ত

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ০৯:৪২ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে পোশাককর্মী রুবেল মারা গেলে বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা ঢাকার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। যেখানে আসামির তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে এমন মামলা অপ্রত্যাশিত। 

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়ক শান্ত লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’এদিকে, মামলার চাপ মাথায় নিয়েই সাকিব দুই ইনিংসে চার উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS