ভিডিও

সাকিবের মামলা নিয়ে মুখ খুললেন মুশফিক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ১১:০১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম। ঘোষণা দিয়েছেন বন্ধু পাশে সবসময় থাকার। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ২৮ নম্বর আসামি করা হয় তাকে।

মামলার ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে-মো. সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা-মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর-মাগুরা। এ হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন। এ ছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এরপর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ দেয় সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশে ছিলেন না সাকিব। এমন কী রুবেল যখন নিহত হন, কানাডায় কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি।

তাই তো তার সতীর্থরা মনে করছেন, বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে করা এই মামলার কোনো যৌক্তিকতা নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সরব হয়েছে অনেক তারকা ক্রিকেটার। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ব্যাটার মুমিনুল হক, এনামুল হক বিজয়সহ আরও অনেকে।

এ দিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে পাওয়া বড় জয়ে অবদান রাখেন সাকিব। বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি। তাই বাংলা-ইংরেজি দুই ভাষায় করা পোস্টের শুরুতে এমন অর্জনের জন্য অভিনন্দন জানান মুশফিক।

তিনি লিখেছেন, ‘সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত।’

পোস্টের পরের অংশে মিথ্যা মামলাকে সমর্থন না করার ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, ‘একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS