ভিডিও

চলতি বছরে স্মার্টফোন উৎপাদনে অ্যাপলকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং

নেপথ্যে আইফোন ব্যবহারে চীনের নিষেধাজ্ঞা!

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৭:৫৪ বিকাল
আপডেট: এপ্রিল ২০, ২০২৪, ১১:২৭ রাত
আমাদেরকে ফলো করুন

চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন উৎপাদনে শীর্ষে উঠে এসেছে স্যামসাং। ২০ দশমিক ৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে অ্যাপলকে ছাড়িয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির বরাতে রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রি ৭ দশমিক ৮ শতাংশ বেড়ে ২৮ কোটি ৯৪ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। এর মধ্যে বাজার হিস্যায় অ্যাপলকে ছাড়িয়ে গেছে স্যামসাং।


গত বছরের ডিসেম্বরে পুরো চিত্রই ভিন্ন ছিল। সে সময় স্যামসাংকে ছাড়িয়ে ডিভাইস বাজারজাতে শীর্ষে ছিল আইফোন নির্মাতা। কিন্তু হুয়াওয়েসহ অন্য অ্যান্ড্রয়েড ডিভাইস উৎপাদনকারীদের প্রভাবে অ্যাপলের বাজার হিস্য ১৭ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। দুই কোম্পানির প্রতিযোগিতার মধ্যে ১৪ দশমিক ১ শতাংশ বাজার হিস্যা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনা কোম্পানি শাওমি।

চলতি বছরের শুরুতে গ্যালাক্সি এ২৪ সিরিজ উন্মোচন করে স্যামসাং। এরপর থেকে এখন পর্যন্ত ৬ কোটি ডিভাইস বিক্রি করেছে কোম্পানিটি। আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, বৈশ্বিক পর্যায়ে গ্যালাক্সি এস২৪ এর বিক্রি ২০২৩ সালের তুলনায় চলতি বছর ৮ শতাংশ বেড়েছে।

আইডিসির তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপল ৫ কোটি ১০ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে। যেখানে আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫ কোটি ৫৪ লাখ ইউনিট। অন্যদিকে, ২০২৩ সালের শেষ প্রান্তিকে চীনের বাজারে অ্যাপলের স্মার্টফোন বিক্রি কমেছে ২ দশমিক ১ শতাংশ।

প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের মতে, স্মার্টফোনের শীর্ষ বাজার চীনের বিভিন্ন কোম্পানি ও সরকারি সংস্থা কর্মীদের আইফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। যে কারণে বিক্রিতেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার সম্মেলনে (ডব্লিউডব্লিউডিসি) আপডেটেড  সফটওয়্যারের আইফোন, আইপ্যাড ও অন্যান্য ডিভাইস উন্মোচন করতে পারে অ্যাপল। বিনিয়োগকারীরা এ ইভেন্ট নিয়ে আশাবাদী বলে সূত্রে জানা গেছে।

অন্যদিকে অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে চীনের বাজার ক্রমশ হারাচ্ছে অ্যাপল, এমনটাই অভিমত বিশ্লেষকদের। প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আইফোন বিক্রি কমেছে ৩৩ শতাংশ। এ নিয়ে টানা দুই মাস চীনের বাজারে অ্যাপলের বিক্রি নিম্নমুখী রয়েছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS