ভিডিও

বোরহানউদ্দীন ইউসুফ এর ‘কালের কোলাহল’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৫:১৭ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৫:১৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

সমকালীন রাজনীতি, নির্বাচন, অর্থনীতি, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নানা প্রসঙ্গ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বোরহানউদ্দীন ইউসুফের লেখা কলাম এর সংকলন ‘কালের কোলাহল’। বইটির প্রকাশনা উপলক্ষে একটি মনোজ্ঞ আয়োজন গতকাল রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়। শিল্পপতি ড. আবুল কাসেম হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ড. মাহবুব হাসান।

বইটি প্রকাশ করেছে লেখালেখি প্রকাশনী। বই মেলার ২০৬ নং স্টলে পাওয়া যাবে এটি। উল্লেখ্য বোরহানউদ্দীন ইউসুফের লেখা ২০০১ সালের জাতীয় নির্বাচন বিষয়ক কলাম এর সংকলন ‘নির্বাচনের নির্বাচিত কলাম’ ইতোপূর্বে প্রকাশিত হয়। তাছাড়া ১৯৯৯ সালে দৃশ্যের অন্তরালে কাব্যগ্রন্থ এবং ২০১৬ সালে শিশুতোষ গল্পগ্রন্থ ‘বিলাল মামার বিড়াল’ প্রকাশিত হয়। 

আলোচনায় প্রধান অতিথি বিচারপতি আবদুর রউফ বলেন, বোরহানউদ্দীন ইউসুফ সময় সচেতন লেখক, তার পর্যবেক্ষণ ভালো। লেখায় অনেক তথ্য উপাত্ত আছে এটি সময়ের চিত্র হিসেবে থেকে যাবে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS