ভিডিও

অফশোর ব্যাংকিং নিয়ে আদমজী ইপিজেডের বিনিয়োগকারীদের  জন্য

ব্র্যাক ব্যাংকের ট্রেড সেমিনার

প্রকাশিত: জুন ০৯, ২০২৪, ০৬:৫২ বিকাল
আপডেট: জুন ০৯, ২০২৪, ০৬:৫২ বিকাল
আমাদেরকে ফলো করুন

ঢাকা, রবিবার, ৯ জুন ২০২৪: নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডের বিনিয়োগকারীদের নিয়ে একটি বিশেষ ট্রেড সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। 
নতুন অফশোর ব্যাংকিং আইন ২০২৪ প্রণয়নের ফলে ব্যবসায়-বাণিজ্যে সৃষ্ট সুযোগ-সুবিধা সম্পর্কে বিনিয়োগকারীদের জানানোর লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।
‘ওভারভিউ অব নিউ অফশোর ব্যাংকিং অ্যাক্ট ২০২৪, এফএক্স মার্কেট অপরচুনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি কমিটমেন্ট’ শীর্ষক সেমিনারে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিনিয়োগকারীদের সামনে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার নানাবিধ সুযোগ-সুবিধা সস্পর্কে তুলে ধরেন।
৫ জুন ২০২৪ আদমজী ইপিজেডে আয়োজিত এই ট্রেড সেমিনারে উপস্থিত ছিলেন আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স মো. শাহীন ইকবাল, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেমিনারে সম্প্রতি পাস হওয়া অফশোর ব্যাংকিং আইনের বিভিন্ন দিক তুলে ধরে এই আইনটি কীভাবে ইপিজেড ব্যবসায়কে আরও সমৃদ্ধ করতে পারে, সেসব বিষয় তুলে ধরা হয়। ইপিজেডের বিনিয়োগকারী ও গ্রাহকরা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জাতীয় অর্থনীতিতে তাঁদের মূল্যবান অবদানের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের একটি মঞ্চ হিসেবেও কাজ করেছিল অনুষ্ঠানটি।
সুশাসন, স্বচ্ছতা, টেকসইতা-প্রতিশ্রুতি এবং গ্রাহকদের অব্যাহত তারল্য সহায়তা ব্র্যাক ব্যাংককে ইপিজেডের দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে পছন্দের শীর্ষে নিয়ে গিয়েছে। এছাড়াও কর্পোরেট গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম-- ‘কর্পনেট’ গ্রাহকদের নানাবিধ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ঝামেলাহীন ব্যাংকিং অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। ফলে, গ্রাহকরা সহজ এবং দক্ষতার সাথে তাঁদের ফান্ড ম্যানেজমেন্ট করতে পারছেন। সকল বড় বড় আন্তর্জাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে ব্যাংকটির সুসম্পর্কের ফলে গ্রাহকরাও আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন সহায়তা পেয়ে থাকেন।
দেশের রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তারেক রেফাত উল্লাহ খান ইপিজেডের উদ্যোক্তাদের ব্যাপক প্রশংসা করেন। তিনি ইপিজেডের প্রতিষ্ঠানগুলোকে বৈদেশিক মুদ্রা সুবিধা এবং সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবাদানের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আধুনিক প্রযুক্তি এবং দক্ষ জনবল দ্বারা পরিচালিত টিমের মাধ্যমে ইপিজেড প্রতিষ্ঠানগুলোকে অফশোর ব্যাংকিং সেবা দিতে আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। এই ধরনের ইন্টারেক্টিভ সেমিনার, নলেজ শেয়ারিং সেশন এবং পারস্পরিক সহযোগিতা দেশের রপ্তানিমুখী শিল্প এবং অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করবে। আমাদের লক্ষ্য হলো, আমাদের গ্রাহকদের ব্যবসায়িক সমৃদ্ধিতে সহায়তা করা।”



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS