ভিডিও

আমিরাতে চাটগাঁইয়া শিল্পী সংস্থা'র ঈদপুনর্মিলনী ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৭:৩৬ বিকাল
আপডেট: জুন ২৩, ২০২৪, ০৭:৩৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের ও আঞ্চলিক সংস্কৃতি-ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সে লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে ‘চাটগাঁইয়া শিল্পী সংস্থা’ (সিএসএস) এর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, নতুন প্রজন্মকে দেশের কৃষ্টি কালচার সম্পর্কে উৎসাহিত করা হবে। একইসঙ্গে আরব আমিরাতে চট্টগ্রামের শিল্পীরা  যারা রয়েছেন তারা এই সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরবে।
সংযুক্ত আরব আমিরাতের আজমান স্পাইসি রেস্টুরেন্ট হলরুমে ‘চাটগাঁইয়া শিল্পী সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন  সংগঠনের সভাপতি কাজী সালাউদ্দিন। সংগঠক  ইছমাইল গণি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী সিআইপি, শেখ ফরিদ আহমেদ সিআইপি, ইব্রাহিম ওসমান আফলাতুন সিআইপি,মোহাম্মদ সেলিম সিআইপি, সেলিম উদ্দিন চৌধুরী, সঙ্গীত শিল্পী ইয়াছমিন ইসলাম মেরুনা,জসিম উদ্দিন পলাশ, মো: আজগর চৌধুরী,আবদুর রহিম বাবুল, হাজী শফিকুল ইসলাম, কামাল হোসেন সুমন,আবুল কাশেম, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, নাসের চৌধুরী, হাফেজ মনছুর, মহিন উদ্দিন, আবুল বাসার, মোঃ হোসেন নুরু,মোহাম্মদ আরিফ, মোঃ ওসমান, আব্দুল মালেক,নাজমা সুলতানা, কামরুন নিসা রোজী,শাহিন  রনি প্রমুখ।
চাটগাঁইয়া শিল্পী সংস্থা’র সিএসএস এর সদস্যবৃন্দ যথাক্রমে সভাপতি  কাজী সালেহ উদ্দীন,সহ-সভাপতি শিহাব সুমন, সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার জামান জাবেদ, সহ-সাধারণ সম্পাদক রুবেল দে, সাংগঠনিক সম্পাদক আল মনসুর, সহ-সাংগঠনিক সম্পাদ রবিন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক বিকাশ বড়ুয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ সেলিম চৌধুরী,যোগাযোগ সম্পাদক লিটন কুমার শীল, সহ-যোগাযোগ সম্পাদক মঈনুদ্দিন আল মামুন, অর্থ সম্পাদক ওয়াহিদুল আলম মুন্না,জয়িতা দাশ,  মোঃ আসিফুল আলম,মোঃ মহিউদ্দিন রাসেল,সানি মজুমদার,সুব্রত দাশ,আহসান আরিফ,তপন দাশ, সুজন কুমার শীল,মোঃ নুরুজ্জামান খোকন সাইফুল ইসলাম,মোঃ ইসমাইল বাপ্পারাজ নাথ এর পরিবেশনায় মনোজ্ঞ  সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS