ভিডিও

জনতা ব্যাংক পিএলসি. এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে পুরস্কার অর্জন ও চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৭:০০ বিকাল
আপডেট: জুন ৩০, ২০২৪, ০৭:০০ বিকাল
আমাদেরকে ফলো করুন

 ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে জনতা ব্যাংক পিএলসি. রাস্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে নির্ধারিত ১০০ নম্বরের মধ্যে অতি উত্তম ক্যাটাগরিতে ৯৬.০৬ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
গত ২৭ জুন, ২০২৪ তারিখ, বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ এর সাথে জনতা ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার ২০২৪-২৫ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষর করেন এবং জনতা ব্যাংক পিএলসি. এর পক্ষে ২০২২-২০২৩ অর্থ বছরের এপিএ পুরস্কারের সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ টিম লিডার মোঃ আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি, যুগ্ম সচিব ও মন্ত্রণালয়ের এপিএ ফোকাল পয়েন্ট মাকছুমা আকতার বানু, জনতা ব্যাংক পিএলসি.-র সিএফও (ডিএমডি) ও এপিএ টিম লিডার মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ এবং এপিএ কর্মকর্তা জনাব মোঃ ইমরোজ আহসান উপস্থিত ছিলেন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS