ভিডিও

রংপুর মহানগর আ’লীগ নেতা তুষার কান্তি মণ্ডল আবারও চারদিনের রিমান্ডে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফল বিক্রেতা মেরাজুল ইসলাম মেরাজ হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মেট্রোপলিটন চিফ আদালত রংপুরের বিচারক আসাদুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গত ১৯ সেপ্টেম্বর তুষার কান্তি মণ্ডলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এদিকে সকালে সাতদিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিজন আসামির ১০দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেরাজ হত্যা মামলায় তুষার কান্তি মণ্ডলের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গত মঙ্গলবার ঢাকার সাভার থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডলকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চারটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। নিহত মেরাজুল ইসলাম মেরাজ (৩৫) নগরীর জুম্মাপাড়া এলাকার শামসুল হক-আম্বিয়া বেগম দম্পতির ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। মেরাজুল নগরীর সিটি বাজার এলাকায় ফল বিক্রি করতেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS