ভিডিও

আন্দোলনে শহীদ পরিবারকে চাকরি দেয়ার দাবি: ‘আমরা বিএনপি পরিবার’

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ১০:১২ রাত
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ফরিদপুর জেলায় নিহত শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছে একটি প্রতিনিধি দল।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলটি আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা বিএনপি কার্যালয়ে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাদেরকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, “আমরা আজ শহীদ ও আহত পরিবারের বক্তব্য শুনতে এসেছি। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্যে আমরা এই স্বাধীনতা পেয়েছি। ৭১-এর পর এতো মানুষ কোনো আন্দলোনে প্রাণ দেন নাই।”

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে একজনকে চাকুরি দিতে হবে। প্রতিটি জেলা ও উপজেলাতে তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করতে হবে।”

তিনি বলেন, “বিএনপি যদি কখনো সুযোগ পায় সকল শহীদ ও আহত পরিবারের জন্য কাজ করবে ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবির, বিএনপি’র কেন্দ্রীয় নেতা নায়াব ইউসুফ, সেলটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শারিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ফরিদপুর জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপি’র আহবায়ক এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ জেলা বিএনপি ও স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS