ভিডিও

বাগেরহাটে ইউপি সদস্য হত্যা মামলার ৫ আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৬:১১ বিকাল
আপডেট: অক্টোবর ১০, ২০২৪, ০৬:১৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আরিফ হত্যা মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি, পাঁচটি মোবাইলফোন, তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।  
জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তার খুলনার নগরীর ফুলবাড়ী গেট  এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফ হত্যা মামলার আসামি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাগেরহাট পুলিশ সুপার (এসপি) তোহিদুল আরিফ এ তথ্য জানান। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তাররা হলেন- খুলনা দৌলতপুর থানার মহেশ্বরপাশার বনিকপাড়া এলাকার  মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৬), রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহরিয়ার (২৩), ক্রসরোড এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), ঘোষপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে আসিফ মোল্লা (২০) ও বুচিতলা এলাকার আলমগীরের ছেলে ইমন হাওলাদার (২১)।

এসপি তোহিদুল আরিফ বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তাদের রিমান্ড আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা আরিফ হত্যার সঙ্গে জড়িত। রায়হান ২৪ জুন রাত পৌনে ১২টার দিকে কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS