ভিডিও

আশুলিয়ায় পাঁচ লাখ টাকা মূল্যের চোলাই মদ জব্দ; আটক ১

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৫:১৫ বিকাল
আপডেট: অক্টোবর ১১, ২০২৪, ০৫:১৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সাভারের আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া রাজ পার্কের সামনে থেকে ৫০০ লিটার চোলাই মদসহ নিয়ং মারমা (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আটক করা হয়। 

আটক নিয়ং মারমা খাগড়াছড়ির সদর উপজেলার নুনছড়ি মারমা পাড়ার বাসিন্দা। আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

এ ঘটনায় আশুলিয়া থানায় বাদী হয়ে মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. মাসুদ আল মামুন। 

এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাতে বিবাদী জানতে পারেন নিশ্চিন্তপু্র এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচা করছে। সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় নীল রংয়ের তিনটি ড্রামে যথাক্রমে ১৮৫ লিটার, ১৪৫ লিটার ও ২৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া সাদা সিলভারের পাতিলে সংরক্ষিত আরও ২৫ লিটারসহ মোট ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য অন্তত পাঁচ লাখ টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় দেশিয় তৈরি চোলাই মদ বিক্রি করছিলেন। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. মাসুদ আল মামুন বলেন, ৫০০ লিটার চোলাই মদসহ আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS