ভিডিও

রংপুরের কাউনিয়ায় জুয়া খেলার সরমঞ্জামসহ ৭ জন গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৮:৫৩ রাত
আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ০৮:৫৩ রাত
আমাদেরকে ফলো করুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় জুয়া খেলার সরমঞ্জাম ও টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১২ অক্টোবর) আটক সাতজনকেই জুয়া আইনের ধারার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- হারাগাছ নাজিরদহ বকুলতলা এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে মো. তোহর উদ্দিন (৪৮), একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. রুস্তম আলী (৩৫), চর নাজিরদহ গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. বেলাল হোসেন (৪০), একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে মো. শাহীনুর ইসলাম (৩২), মৃত আলতাব হোসেনের ছেলে মো. আব্দুল গফুর (৪৫) ও লালমনিরহাট সদরের কিশামত চিনাতুলি গ্রামের মৃত পরোশ আলীর ছেলে মো. আদম আলী (৫৫), খলাইঘাট গ্রামের মৃত এরফান বেপারীর ছেলে মো. সবুজ মিয়া (৫০)।

কাউনিয়া থানার এসআই রাসেল পারভেজ জানান, তাদের কাছে তথ্য আসে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাঁধের রাস্তার পাশে আব্দুল কুদ্দুসের বাড়িতে কিছু ব্যক্তি টাকার বিনিময়ে জুয়া খেলছে। যার ভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওসি স্যারের দিক নির্দেশনায় তিনিসহ এসআই মনিবুর রহমান, এএসআই মাসুদ রানাসহ সঙ্গীও ফোর্স আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে টাকা দিয়ে জুয়া খেলার সময় ৭ জনকে আটক করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে ৪ হাজার ১০৫ টাকা, ৬টি মোবাইল ফোন ও জুয়া খেলার সরমঞ্জাম জব্দ করা হয়।  কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ বলেন, আটক সাতজনের বিরুদ্ধে জুয়া আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (১২ অক্টোবর) মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS