ভিডিও

জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতে সাত ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ১০:১৩ রাত
আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ১০:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

জয়পুরহাট জেলা প্রতিনিধি : নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটের নতুনহাটে সাত ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১২ অক্টোবর) সকালে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযানে মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক দামে পণ্য বিক্রি করায় তাদের সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। তিনি বলেন, নিত্যপণ্যের বাজার দর স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং টাস্কফোর্স গঠন করা হয়েছে। বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌড়াত্ব বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব’র) জেলা সভাপতি আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS