ভিডিও

বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৪:১১ দুপুর
আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ০৪:১১ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি ব্যবহার নিষিদ্ধ করেছে ইরান। শনিবার (১২ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা আইএসএনএ বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনার তিন সপ্তাহ পর ইরান ওই সিদ্ধান্ত নিলো। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোকে উদ্ধৃত করে ইরানের সংবাদ সংস্থা ইসনা বলেছে, ‘মোবাইল ফোন ছাড়া যেকোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ফ্লাইটের কেবিনে অথবা মালপত্রের সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে।এর আগে মাসের শুরুর দিকে দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটস তাদের বিমানগুলোতে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS