ভিডিও

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৯ জন নিহত

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৩:২৫ দুপুর
আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ০৩:২৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ধ্বংসস্তুপে পরিণত হওয়া ফিলিস্তিরেন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৯ জন নিহত হয়েছেন। গাজাজুড়ে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। খবর : আল জাজিরা।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। এই ঘটনার পর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের প্রধান জিন পিয়েরে ল্যাক্রোইক্স জানান, দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীরা তাদের পূর্বের অবস্থানেই থাকবে। লেবাননের আইতো গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই খ্রিস্টান সম্প্রদায়ের। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

  ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি স্থলপথেও হামলা চালাচ্ছে। এরই মধ্যে দেশটি দক্ষিণ লেবাননের ২৫টি শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই জানান, দক্ষিণ লেবাননের যেসব শহরের বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— বোরঘোলিয়েহ, কাসমিয়েহ, নবী কাসিম, আল-মাতারিয়াহ, খারায়েব, মাজরাত কাউথারিয়েত এল রেজ, আনসার, বাবলিয়াহ, দেইর তাকলা, আদলউন এবং আনসারিয়েহ।

 গাজায় দীর্ঘমেয়াদি হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে ৪২ হাজার ২৮৯ জন নিহত এবং ৯৮ হাজার ৬৮৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS