ভিডিও

হিজবুল্লাহর ওপর হামলা চলবে নির্দয়ভাবে : নেতানিয়াহু

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৩:৩১ দুপুর
আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ০৫:৪০ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাওয়া হবে। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরাইলের সেনাঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর পরদিন তিনি এ হুঁশিয়ারি দেন।

রোববার ইসরাইলি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে চার ইসরাইলি সেনা নিহত হয়। স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীরা বলেছেন, আহত হয়েছে ৬০ জন। হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকার কাছে ইসরাইলি সেনাঘাঁটি পরিদর্শনে যান নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, ‘আমরা বৈরুতসহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব। এ হামলা চলবে নির্দয়ভাবে।’

হিজবুল্লাহ বলেছে, ইসরাইলি হামলার জবাব দিতে তারা ‘ড্রোন হামলার স্কোয়াড্রন’ করেছে। গত সপ্তাহে বৈরুতের কেন্দ্রে ইসরাইলি হামলায় ২২ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলার জবাব দেওয়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরাইল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশটিতে কমপক্ষে এক হাজার ৩১৫ জন নিহত হয়েছেন। যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS