ভিডিও

ভারতের ব্যাটিং তাণ্ডবে জোড়া বিশ্ব রেকর্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১১:২০ রাত
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১১:২০ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরিতে ২৩৩ রানে অলআউট হয় শান্ত বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্নক শুরু করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। রোহিত আউট হলেও জয়সওয়ালের ব্যাটে জোড়া বিশ্ব রেকর্ড গড়েছে ভারত।

২৩৩ রানে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারে ৩টি চার মারেন জয়সওয়াল। এরপর টাইগার বোলারদের ওপর চড়াও হন রোহিতও। মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫০ পেরোয় ভারত, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি।

চতুর্থ ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ৫৫ রানে ১১ বলে ২৩ রান করা রোহিতকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। রোহিত আউট হলেও ক্রিজে আসা শিবমন গিলকে নিয়ে মারমুখী ব্যাটিংয়ে ৩১ বলে ফিফটি তুলে নেন জয়সওয়াল। ১০ ওভার ১ বলে ১০০ পেরোয় ভারত, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় শতক।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS