ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৩৪০ জন ছাড়িয়ে গেছে। সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় অর্ধেক প্রাণহানি ঘটেছে গাজার উত্তরাঞ্চলে। এদিকে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৪১ জনে পৌঁছেছে বলে রোববার এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, হামলায় আরো অন্তত এক লাখ ২ হাজার ১০৫ জন ব্যক্তি আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৭ জন নিহত এবং আরো ৮৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮.৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা শ্রীমঙ্গলে

অবৈধভাবে বসবাসরত বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শনিবার চট্টগ্রামে বিপিএল কনসার্ট

ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

রাঙামাটির নদী থেকে নিখোঁজ ২ পর্যটকের লাশ উদ্ধার 

কাট্টালি টেক্সটাইল শেয়ারহোল্ডারদের দিল নগদ লভ্যাংশ