ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ১৮

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ১৮, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৮ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণহানি পৌঁছেছে প্রায় তিন হাজারে। সোমবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ৯৮৬ জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে। এছাড়া এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৪০২ জন আহত হয়েছেন বলেও এক বিবৃতিতে বলা হয়েছে। আনাদোলু বলছে, দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শনিবার আরও ১৮ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে সম্প্রতি হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার