ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

গুঞ্জন নয়, সম্পর্কেই আছেন কৃতি!

গুঞ্জন নয়, সম্পর্কেই আছেন কৃতি!

বিনোদন ডেস্ক : বেশকিছু দিন ধরে আলোচনা চলছে লন্ডন প্রবাসী শিল্পপতি কবির বাহিরার সঙ্গে সম্পর্কে আছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে অনেকদিনই সিঙ্গেল তকমা নিয়েই ছিলেন অভিনেত্রী। তবে গত জুলাইয়ে কৃতির সম্পর্ক নিয়ে শুরু হতে থাকে জল্পনা। এবার সেই জল্পনায় যেন আরও আগুন! ছুটি কাটাতে শিল্পপতি প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গেল কৃতিকে। যা স্পষ্ট করে- গুঞ্জন নয়, সম্পর্কেই আছেন তারা।

এবারের দীপাবলিতে পরিবারের সঙ্গে পালন করেছিলেন কৃতি। তবে সে উদযাপনে শামিল হয়েছিলেন অভিনেত্রীর একেবারেই ঘনিষ্ঠরা। সেখানেই দেখা মেলে কবির বাহিয়াকে। সে ছবি থেকেই স্পষ্ট হয় তাদের প্রেম জল্পনা। এবার যেন সেই জল্পনা তুঙ্গে উঠল, যখন ট্যুরে গিয়ে একসঙ্গে দেখা গেল কৃতি-কবিরকে। সম্প্রতি যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। দেখা যায়, কৃতির পরনে কালো শর্টস ও কালো টপ। তার উপরে চাপিয়ে নিয়েছেন রংচঙে জ্যাকেট। পায়ে স্নিকার্স। বিমানবন্দরে হাজির কৃতি। ধরা পরেন ছবিশিকারিদের ক্যামেরায়। তবে নেটিজেনদের চোখ তো আর এড়ানো যায় না, সেখানে কৃতির বেশ কাছাকাছি অবস্থানে দাঁড়িয়ে কবির। তার পরনে কালো টিশার্ট ও ডেনিম প্যান্ট। তা দেখে নেটিজেনরা প্রশ্ন তোলেন, দীপাবলির পর এবার একসঙ্গে কাটিয়ে তারা ছুটি কাটাতে চলেছেন নিশ্চয়ই!
জানা গেছে, জন্মদিনে মাইকোনস নামে গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে যান কৃতি। সেখানকার এক গেটওয়েতে কবিরের সঙ্গে একফ্রেমে দেখা যায় অভিনেত্রীকে। শুধু তাই নয়, একটি পার্টিতে বেশ ঘনিষ্ঠভাবেও কাটাতে দেখা যায় কৃতি ও কবিরকে। তাদের অজান্তেই সেখানে উপস্থিত কেউ ছবি তুলেছেন। সে থেকেই ধরে নেওয়া হচ্ছে, কবিরের সঙ্গেই সম্পর্কে আছেন কৃতি।

আরও পড়ুন

কৃতির অভিনীত শেষ ছবি ‘দো পত্তি’ মুক্তি পেয়েছে সম্প্রতিই। ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কৃতি। অভিনয় প্রশংসিত হলেও ছবিটির সমালোচনা হচ্ছে নেটমাধ্যমে। এই ছবিতেই পুলিশের চরিত্রে অভিনয় করেছেন কাজল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ফের পাকিস্তান-আফগানিস্তানের ব্যাপক সংঘর্ষ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল

বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

‘স্কুইড গেম টু’-এর তৃতীয় সিজন এ বছরেই!

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই, ২৪ ঘণ্টায় ঝরল ৭১ প্রাণ

কুমড়ো বড়ি দিয়ে লাউ–চিংড়ি