ভিডিও সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

সেন্ট মার্টিন দ্বীপে ভোটগ্রহণ স্থগিত 

সেন্ট মার্টিন দ্বীপে ভোটগ্রহণ স্থগিত 

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে ভোটগ্রহণের সরঞ্জাম ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো যায়নি।  
ফলে বুধবার (২৯ মে) তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে সেন্ট মার্টিন ইউনিয়ন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন পাটওয়ারী।  
মঙ্গলবার (২৮ মে)  রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো সম্ভব হয়নি। এছাড়াও ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারাও যেতে পারেননি। এ কারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ৬০ নম্বর জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  
টেকনাফ উপজেলায় ৬০টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১ লাখ ৮০ হাজার ৪২০ জন। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ৮৮০ জন ও নারী ৮৮ হাজার ৫৩৮ জন। ৫৯ কেন্দ্রে বুধবার ভোটগ্রহণ শুরু হয়েছে।  
এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে ২ হাজার ৮৭০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার

খাদ্যে ভেজাল

বগুড়ার কাহালুতে সন্ত্রাসী হামলায় নারীসহ ১২ জন আহত, ছয়জন আটক

দিনাজপুরের নবাবগঞ্জে হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩৬ জন জেলহাজতে

বগুড়ায় প্রায় দুই হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

বগুড়ার সোনাতলার কৃষক ডলার অন্যদের কাছে অনুকরণীয়